‘১০-১০’ উৎসবে ফ্রি ডেলিভারি

৮ অক্টোবর, ২০১৯ ১১:৪১  
আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে দেশী ২০ ই-কমার্স প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘১০-১০’ নামের অনলাইনে কেনাকাটার উৎসব। দশ দিনের এই উৎসবে দেশজুড়ে ফ্রি ডেলিভারি ঘোষণা করেছে প্রিয়শপ। এছাড়াও বিভিন্ন পণ‍্যে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় দেয়ার কথা জানিয়েছেন প্রিয় শপের ব্র্যান্ড ও কনটেন্ট বিভাগের প্রধান তুসিন আহমেদ। তিনি জানান, কেনকাটায় কেউ যদি বিকাশে অথবা মাস্টারকার্ডে মূল্য পরিশোধ করেন তবে তিনি ১০ শতাংশ ছাড় পাবেন। সেই সাথে এই ক‍্যাম্পেইনে প্রিয়শপ কেনাকাটায় মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ক‍্যাশব‍্যাক সুবিধা। গ্রাহকদের কাছে অরজিনাল পণ‍্য পৌঁছে দিতে প্রিয়শপ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানা তিনি। উৎসবে প্রতিদিনের সেরা ক্রেতা (সর্বোচ্চ টাকার ফরমাশদাতা ) বিশেষ সুবিধা পাওয়ার পাশাপাশি অফার চলাকালীন সময়ে অর্ডার করলে ৩ জন ভাগ্যবান বিজয়ী পাবেন এয়ার টিকেট ও উপহার।